ভবেরচর নামটির শেষে চর থাকলেও আসলে বাস্তবে নামের সাথে এলাকার অবস্থান গত ততটা মিল নেই। ঢাকা থেকে আপনি খূব সহজেই আসতে পারেন ভবেরচরে। গুলিস্থান থেকে গজারিয়া এক্স্রপ্রেস, ঢাকা-দাউদকান্দী, ঢাকা- হোমনা, ঢাকা-কচুয়া বা ঢাকা- কুমিল্লার বাসে চড়ে মাত্র ৪০-৬০ টাকার মধ্যেই আপনি আসতে পারেন ভবেরচর বাসস্টান্ডে। এছাড়া সদরঘাট থেকে ঢাকা- রসূলপুর, ঢাকা- চাদপুর এর লঞ্চে চড়ে আসতে পারেন গজরিয়া লঞ্চঘাটে তারপর সিএনজি বা রিকসযোগে আসা যায় ভবেরচরে। এলাকাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় এর যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস