Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

ভবেরচর নামটির শেষে চর থাকলেও আসলে বাস্তবে নামের সাথে এলাকার অবস্থান গত ততটা মিল নেই। ঢাকা থেকে আপনি খূব সহজেই আসতে পারেন ভবেরচরে। গুলিস্থান থেকে গজারিয়া এক্স্রপ্রেস, ঢাকা-দাউদকান্দী, ঢাকা- হোমনা, ঢাকা-কচুয়া বা ঢাকা- কুমিল্লার বাসে চড়ে মাত্র ৪০-৬০ টাকার মধ্যেই আপনি আসতে পারেন ভবেরচর বাসস্টান্ডে। এছাড়া সদরঘাট থেকে ঢাকা- রসূলপুর, ঢাকা- চাদপুর এর লঞ্চে চড়ে আসতে পারেন গজরিয়া লঞ্চঘাটে তারপর সিএনজি বা রিকসযোগে আসা যায় ভবেরচরে। এলাকাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় এর যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত।